কলকাতাছবিজ্যোতিষকাহনদেশবিদেশ
Darshana-Sourav Wedding: পরম-পিয়ার পর ছাদনাতলায় সৌরভ-দর্শনা! লুকনো প্রেম এবার পাবে বিয়ের পরিণতি, কবে থেকে সম্পর্কে জুটি!
কলকাতা: টলিউডে বিয়ের মরশুম। সোমবার রেজিস্ট্রি করে চারহাত এক হল পিয়া চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের। অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীর সঙ্গে টলি নায়কের বিয়ে নিয়ে সারা শহর সরগরম ছিল গোটা দিন।
রাত গড়াতেই আরও এক বিয়ের খবর প্রকাশ্যে। টলিউডের পর্দার জুটি সৌরভ দাস এবং দর্শনা বণিক বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
এতদিন তাঁদের সম্পর্কের কথা নিয়ে মুখ খোলেননি কেউই। তারই মধ্যে হঠাৎ টলিপাড়ার অলিগলিতে খবর, গাঁটছড়া বাঁধতে চলেছেন নায়ক-নায়িকা।