ছবিজ্যোতিষকাহনদেশবিদেশ

TMC: ডিসেম্বর মাস থেকে কি তৃণমূলেও ‘যোগদান মেলা’? শুরু হয়েছে জল্পনা

কলকাতা: লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়তে আর মাত্র কয়েক মাস বাকি। নভেম্বরের শেষ সপ্তাহে বাংলায় আবহাওয়ার হেরফের হতে থাকছে। তবে ‘ঠান্ডা’ পড়তেই চারিদিকে পাওয়া যাচ্ছে আসন্ন লোকসভা ভোটের উত্তাপ। সাংগঠনিক কাজকর্ম পুরোদস্তুর শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল-সহ বিরোধী দলগুলি। গত ১৩ নভেম্বর তৃণমূলের তরফে প্রকাশ করা হয়েছে, জেলা সভাপতি ও চেয়ারম্যানদের নামের তালিকা। এরপর ২৩ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বিশেষ অধিবেশনে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের আগামীর লক্ষ্য ও কর্মসূচির বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আবার ২৭ নভেম্বর দলে তরফে ঘোষণা করা হয়েছে মহিলা ও যুব সংগঠনের জেলা ভিত্তিক তালিকা। তবে তৃণমূলের বিশেষ অধিবেশনের মঞ্চ থেকেই রাজনৈতিক ভাবে ‘স্বচ্ছ ভাবমূর্তিকে’ তৃণমূল শামিল করার সবুক সঙ্কেত দিয়েছেন দলনেত্রী। তবে একবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে কথা বলে নেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তৃণমূল নেত্রীর এই ঘোষণার পর থেকে জেলাজুড়ে ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button