ছবিজ্যোতিষকাহনদেশবিদেশ

Israel–Hamas War: হামাস ছাড়ল ৫০ জনকে, ইজরায়েল ১৫০ জনকে! যুদ্ধবিরতি চুক্তিতে কিছুটা আশার আলো

গাজা: গত ৪৫ দিন ধরে চলছে ইজরায়েল-হামাস যুদ্ধ। যার বলি হয়েছে শয়ে শয়ে মানুষ। আর জখমও হয়েছে প্রচুর মানুষ। এহেন যুদ্ধ বন্ধ করার চাপ আসছে আন্তর্জাতিক স্তরে। এর মধ্যেই ইজরায়েল-হামাসের যুদ্ধবিরতির চুক্তি আরও ২ দিনের জন্য বাড়ানো হল।

প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাসও এই কথা নিশ্চিত করে জানিয়েছেন। প্রাথমিক ভাবে চার দিনব্যাপী সংঘর্ষ বিরতির চুক্তি মঙ্গলবারই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু হামাস জানিয়েছে, এই যুদ্ধবিরতি আরও ২ দিন বাড়ানো হচ্ছে। কাতার ঘোষণা করেছে যে, চলমান এই মধ্যস্থতার অংশ হিসেবে গাজা উপত্যকায় মানবিকতার খাতিরে যুদ্ধবিরতি অতিরিক্ত ২ দিনের জন্য বাড়ানো হচ্ছে। কাতারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাজেদ আল আনসারি এক্স প্ল্যাটফর্মে (পূর্বে ট্যুইটার) এই কথা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button